করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে। দেশটিতে শনাক্ত হয়েছে দুই কোটি ৮৪ লাখের বেশি করোনা রোগী।
শুরু থেকে করোনার পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়ার্ল্ডোমিটার ইনফো জানায়, বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যায় সাতটা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে ৫ লাখ ২ হাজার ৫৪৪ জন মারা গেছেন।
এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দুই কোটি ৮৪ লাখ ৫৩ হাজার ৫২৬ জন। আর সুস্থ হয়ে উঠেছেন এক কোটি ৮৬ লাখের কাছাকাছি।
বুধবার একদিনে মারা যান ২ হাজার ৫৩৭ জন। একই সময়ে আক্রান্ত হন ৭১ হাজার ৬৪০ জন।
করোনা প্রতিরোধে মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার ও মডার্না এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার বানানো তিনটি টিকা মানুষকে দেওয়া হচ্ছে দেশটিতে।
ব্লুমবার্গ জানাচ্ছে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৫৪.৭ মিলিয়ন মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে।
২০ জানুয়ারি অভিষেক হওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন, তার দায়িত্ব গ্রহণের একশ দিনের মধ্যে একশ মিলিয়ন মানুষকে করোনার টিকা দেওয়া হবে।
মঙ্গলবার তিনি জানান, জুলাইয়ের শেষে ৬০০ মিলিয়ন ডোজ টিকার মজুত থাকবে দেশে। যা প্রতিটি মার্কিন নাগরিককে টিকা দিতে যথেষ্ট।