২৪ ঘণ্টায় সারাদেশে ৩ হাজার ৫৭ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ১০ হাজার ৫১০ জন। তবে একই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪১ জন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৩৯৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭০৯ জন।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বুলেটিনে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৭০৯ জন। আক্রান্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৩৪ জন পুরুষ এবং ৭ জন নারী। এ পর্যন্ত ২ হাজার ১৩৮ জন পুরুষ মৃত্যুবরণ করেছেন যা, মোট মৃতের ৭৮ দশমিক ৯২ শতাংশ। আর একই সময়ে ৫৭১ জন নারীর মৃত্যু হয়েছে, যা মোট মৃতের ২১ দশমিক শূন্য ৮ শতাংশ। বয়স বিভাজনে গত ২৪ ঘণ্টায় ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাতজন এবং ৮১ থেকে বছরের ৯০ বছরের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।
অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ১ হাজার ৮৪১ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১ লাখ ১৫ হাজার ৩৯৭ জন। আক্রান্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৮২ শতাংশ।