Breaking News

প্রথম দিকের তথ্য গোপন করেছিল চীন

চীনের কর্মকর্তারা প্রাথমিক কোভিড-১৯ প্রাদুর্ভাবের তথ্য গোপন করেছিল বলে নিজস্ব অনুমানের কথা প্রকাশ করেছেন শুরুর দিকে করোনাভাইরাস আক্রান্তদের পরীক্ষায় জড়িত চিকিৎসক অধ্যাপক কোক ইয়াং ইয়ুয়েন। খবর বিবিসি।

হংকংয়ের এ অণুজীববিজ্ঞানী, ফিজিশিয়ান ও সার্জন উহানে অনুসন্ধান কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেছেন, তথ্যপ্রমাণ ধ্বংস করে ফেলা হয়েছিল। তাছাড়া ক্লিনিকাল ফাইন্ডিংসের প্রতিক্রিয়া ছিল ধীর।

তিনি বলেন, হুনান সুপারমার্কেটে গিয়ে সেখানে দেখার মতো কিছু পাওয়া যায়নি। ততক্ষণে বাজারটি পরিষ্কার করে ফেলা হয়েছে। আলামত নষ্ট করে ফেলা হয়েছে, তাও বলা যায়। যে কারণে ভাইরাস কোন উৎস থেকে মানবদেহে এসেছে তা খুঁজে পাওয়া যায়নি।

এদিকে, কোভিড-১৯ এর প্রাদুর্ভাব মোকাবিলায় চীনের প্রাথমিক প্রতিক্রিয়া এবং ডিসেম্বরের শেষদিকে চীনের এক চিকিৎসক নতুন ভাইরাসের ব্যাপারে সহকর্মীদের সতর্ক করায় স্থানীয় কর্তৃপক্ষের হাতে শাস্তি পাওয়ার ঘটনা নিয়ে শুরু থেকেই যুক্তরাষ্ট্রসহ অনেক পশ্চিমা দেশ বেইজিংয়ের সমালোচনা করে আসছে।

পাশাপাশি, নভেল করোনাভাইরাসের উৎস ও বিস্তার নিয়ে চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে কথার লড়াইও।

চীন অবশ্য শুরু থেকেই প্রাণঘাতী এ ভাইরাস ও এর প্রাদুর্ভাবের তীব্রতা নিয়ে ‘তথ্য গোপনের’ অভিযোগ অস্বীকার করে আসছে।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *