করোনা মহামারিতে যখন নাকাল গোটা বিশ্ব। ঠিক তখনই ভাইরাসটি নিয়ে নতুন সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও।
বিশ্বকে গ্রাস করা এই মহামারী ভাইরাস থেকে সহজে মুক্তি মিলবে না বলে আবারও সতর্ক করেছে সংস্থাটি। সংস্থাটি বলছে, কোভিড-১৯ মোকাবিলায় জাদুকরি কোনও সমাধান এ মুহূর্তে নেই; কখনও নাও মিলতে পারে।
সোমবার (৩ জুলাই) জেনেভায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, ভাইরাস মোকাবিলায় কার্যকর টিকা তৈরির তোড়জোড় চললেও জাদুকরি সমাধান হয়ত কোনো দিনও মিলবে না। আর তাই স্বাভাবিকতায় ফেরার পথ দীর্ঘ হবে।
ভাইরাস মোকাবিলায় বিশ্বজুড়ে বিভিন্ন দেশে প্রায় ১৬০টি টিকা উদ্ভাবনের বিভিন্ন পর্যায়ে রয়েছে। কোনও কোনও টিকা-র ক্লিনিক্যাল ট্রায়াল চলছে তৃতীয় ধাপে। গত মাসে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি একটি টিকা মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগে আশাব্যঞ্জক ফল পাওয়ার দাবি করেছেন গবেষকরা।
কিন্তু এখনই সমাধান পাওয়া যাবে এমন ভাবার কোন সুযোগ নেই। তাই করোনা মোকাবিলায় বিশ্বের সব দেশের মানুষকে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং নিয়মিত হাত ধোয়াসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার।