Breaking News

ঢাকা মেডিকেল কলেজর গোসলখানায় নবজাতক !

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের গোসলখানা থেকে এক নবজাতক উদ্ধার করা হয়েছে। রোববার (২৪ ফেব্রুয়ারি) ভোরের দিকে এক নারী গোসল করতে গিয়ে সেখানে ওই নবজাতককে দেখতে পান। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। পরে নবজাতকটিকে উদ্ধার করে নবজাতক ইউনিটে নেওয়া হয়।

হাসপাতালের এনআইসিইউ’র দায়িত্বরত চিকিৎসক ডা. উবায়দা জানান, ‘শিশুরটির ওজন ৮০০গ্রাম। অপরিণত বয়সে সে ভূমিষ্ঠ হয়েছে। আমরা তার চিকিৎসা শুরু করে দিয়েছি।’

ঢাকা মেডিকেল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ভোরে হাসপাতালের নতুন ভবনের ৫০২ নম্বর ওয়ার্ডের গোসলখানায় একটি বাচ্চার কান্না শুনতে পায় ওয়ার্ডের রোগীর স্বজনরা। পরে তারা গোসলখানায় গিয়ে জীবিত মেয়ে নবজাতকটি দেখতে পায়। পরে আনসার এবং পুলিশে খবর দিলে নবজাতকটিকে উদ্ধার করে এনআইসিইউ’তে ভর্তি করে।  ধারণা করা হচ্ছে, কেউ জীবিত অবস্থায় নবজাতকটি গোসলখানায় ফেলে গেছে।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *