আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো এখন ঢাকায়। বৃহস্পতিবার ভোর ৪টা ৫০ মিনিটে বাংলাদেশে পা রাখেন বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থার প্রধান।
সভাপতি নির্বাচিত হওয়ার পর এবারই এশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে সফরে আসলেন ইনফান্তিনো। এর অংশ হিসেবে ঢাকায় আসলেন তিনি। তার সঙ্গে আছে পাঁচ সদস্যের প্রতিনিধি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, ফিফা কাউন্সিল সদস্য মাহফুজা আক্তার কিরণসহ অন্যরা।
সংক্ষিপ্ত এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ইনফান্তিনো। এরপর যাবেন বাফুফে ভবন পরিদর্শনে। সেখানে নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে সভা করবেন। এরপর দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হবেন ইনফান্তিনো। বিকেল ৫টায় ঢাকা ছাড়ার কথা তার।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম