Breaking News

রাশিয়ায় যাত্রীবাহী বিমানে আগুন, ৪১ জনের মৃত্যু

রাশিয়ার মস্কো শেরেমেতেভো বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমানে আগুন লেগে যাওয়ার পরে জরুরি অবতরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সি। মস্কো আন্তঃআঞ্চলিক পরিবহন তদন্ত সংস্থার মুখপাত্র ইয়েলেনা মার্কভস্কায়ার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এই তথ্য জানায়।

সোমবার (৬ মে) এই দুর্ঘটনাটি ঘটে। বিমানটিতে আগুন লাগার কারণ তাৎক্ষণিক ভাবে জানা যায় নি বলেও জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থাটি।

বার্তা সংস্থাটি জানায়, সুখোই সুপারজেট-১০০ মডেলের একটি বিমান মস্কো থেকে রাশিয়ার উত্তরাঞ্চলীয় শহর মুরমাস্কে যাওয়ার কথা ছিল। কিন্তু উড্ডয়নের পরপরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিমানটি জরুরি অবতরণ করে।

বিমানটির ফ্লাইটরেডার২৪ ট্র্যাকিং সার্ভিস থেকে দেখা যায়, বিমানটি মস্কোর চারপাশে দুইবার প্রদক্ষিণ করে এবং প্রায় ৪৫ মিনিট পর অবতরণ করে। বিমানের পেছনের দিকের অংশ পুরোটাই পুড়ে গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অবতরণের পরে বিমানের যাত্রীদের জরুরি বহির্গমন পথ দিয়ে বের হয়ে আসতে দেখা যায়।

রাশিয়ার বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সি আরও জানায়, সুখোই সুপারজেট-১০০ মডেলের বিমানটি ১০০ জন যাত্রী বহন করার ক্ষমতা ছিল। দুর্ঘটনার সময় বিমানটিতে ৭৩ জন যাত্রী এবং ৫ জন ক্রু ছিল। যার মধ্যে চার জন ক্রু সহ ৩৭ জন যাত্রী জীবিত আছেন।

এ ঘটনায় বিমানের পাইলট কোনো নিরাপত্তা বিধি ভঙ্গ করেছেন কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থাটি।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *