দীর্ঘ তর্ক-বিতর্কের পর ভারতীয় লোকসভায় বৃহস্পতিবার পাশ হলো মুসলিম উইমেন (প্রোটেকশন অফ রাইটস অন ম্যারেজ) বিল ২০১৯ অর্থাৎ তিন তালাক বিল। স্থানীয় সংবাদমাধ্যম আরও জানায়, সন্ত্রাসবাদ ও তিন তালাকের অপরাধকে এক করে দেখছে নরেন্দ্র মোদি।
লোকসভায় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি তিন তালাক বিলের পক্ষে বলেন, “সন্ত্রাসবাদ যেমন অপরাধ, তিন তালাকও অপরাধ। অপরাধ করলে জেলে যেতেই হবে।”
তবে সন্ত্রাসবাদ আর তাৎক্ষণিক তিন তালাককে একসঙ্গে জুড়ে দেওয়ার বিপক্ষে রয়েছে কংগ্রেস ও তৃণমূল। কিন্তু সংখ্যাধিক্যের জোরে তৃতীয়বারের মতো বিলটি পাশ হয়েছে লোকসভায়। তবে রাজ্যসভায় এ নিয়ে ফের আপত্তি জানাবে বিরোধীরা।
২০১৭ সালের ২২ আগস্ট সুপ্রিম কোর্ট তাৎক্ষণিক তিন তালাককে ‘অসাংবিধানিক’ বলে রায় দেয়। এরপর মোদি সরকার তিন তালাককে ফৌজদারি অপরাধ গণ্য করে ও তিন বছরের জেল চেয়ে বিল আনে। কংগ্রেস ও তৃণমূল নেতৃত্বের অভিযোগ, মুসলিম পুরুষদের হীন বলে প্রতিপন্ন করতে মোদি সরকার তাৎক্ষণিক তিন তালাককে ফৌজদারি অপরাধ হিসেবে দিয়ে কারাবাসের ব্যবস্থা করছে।