আত্মঘাতী হামলা হতে পারে জম্মু–কাশ্মীর, পাঞ্জাব ও উত্তর প্রদেশের বিমানবাহিনীর ঘাঁটিতে। জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদ এই হামলা চালাতে পারে খুব শিগগিরই। ভারতের গোয়েন্দা দফতর সূত্রে মিলছে তেমনই খবর।
শুধু তাই নয় জইশ–ই–মোহাম্মদের টার্গেটে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সম্প্রতি একটি চিঠি পেয়েছে।
জম্মু–কাশ্মীরের ওপর থেকে ৩৭০ অনুচ্ছেদ তুলে নিয়ে এর বিশেষ মর্যাদা বাতিল করার প্রতিশোধ নিতেই জঙ্গিরা তাদের ওপর হামলার চালানোর পরিকল্পনা করছে।
উল্লেখ্য, ৪৮ ঘন্টা আগেই ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত জানিয়ে দেন, পাকিস্তানের বালাকোটে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে জইশ ই মহম্মদ জঙ্গিরা৷ সেখানে সক্রিয় জঙ্গি ক্যাম্প।
এদের হাত ধরেই ও পাক সেনার মদতে প্রায় ৫০০ জন জঙ্গি সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করার জন্য সুযোগের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান।