Breaking News

কাশ্মীরের পুলওয়ামায় আরো ৫ ভারতীয় সেনা নিহত

অধিকৃত কাশ্মীরে স্বাধীনতাকামীদের সঙ্গে রাতভর বন্দুকযুদ্ধে এক মেজরসহ পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

সোমবার ভোররাতে পুলওয়ামা জেলায় সেনাবাহিনীর ৫৫ রাষ্ট্রীয় রাইফেলস, পুলিশ এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এর যৌথ অভিযান চলাকালে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের চারজন হলেন- মেজর ডিএস দোন্দিয়াল, হেড কনস্টেবল শিব রাম, সিপাহী অজয় কুমার ও সিপাহী হরি সিংহ।

অবশ্য এনডিটিভি চার সেনা নিহতের খবর দিয়ে জানিয়েছে তারা সবাই সেনাবাহিনীর ৫৫ রাষ্ট্রীয় রাইফেলসের সদস্য। বন্দুকযুদ্ধের সময় এক বেসামরিক কাশ্মীরীও নিহত হন।

পুলিশ জানায়, পিংলান এলাকায় কয়েকজন ‘সন্ত্রাসী’ জড়ো হয়েছে এমন নির্ভরযোগ্য তথ্যে অভিযান চালায় সেনাবাহিনীর ৫৫ রাষ্ট্রীয় রাইফেলস, পুলিশ এবং সিআরপিএফ। এখনো সেখানে একাধিক ‘সন্ত্রাসীরা’ লুকিয়ে আছে, তারা গুলি চালাচ্ছে।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি এই জেলায় সিআরপিএফ গাড়িবহরে এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ৪৯ জন সিআরপিএফ সদস্য নিহত হন। আহত হন আরও ডজনখানেক। এঘটনায় গোটা ভারতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *