ইন্দোনেশিয়ার রাজধানী হিসেবে বোর্নিও দ্বীপকে বেছে নেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইডোডো। গতকাল সোমবার সকালে ঘনবসতিপূর্ণ জাকার্তা থেকে দেশটির রাজধানী সরানো হচ্ছে বলে জানান তিনি। খবর এএফপি।
দেশটির বর্তমান রাজধানী জাকার্তা জলাভূমির ওপর অবস্থিত। প্রতি বছর ১ থেকে ১৫ সেন্টিমিটার ডুবছে জাকার্তা। শহরের প্রায় অর্ধেক জায়গা এখন সাগরের উচ্চতার চেয়ে নিচে অবস্থান করছে।
প্রেসিডেন্ট উইডোডো বলেন, প্রস্তাবিত স্থানটি বালিকপাপান ও সামারিন্ডার আঞ্চলিক শহরের কাছে। এটি দক্ষিণ-পূর্ব এশীয় দ্বীপপুঞ্জের ভৌগোলিক কেন্দ্র এবং সেখানে এরই মধ্যেই প্রায় ৪ লাখ ৪৫ হাজার একর জমি সরকারি মালিকানায় রয়েছে। পূর্ব কালিমানতান প্রদেশের এ স্থানটি প্রাকৃতিক দুর্যোগের খুব কম ঝুঁকিতে রয়েছে।
টেলিভিশন বক্তৃতায় উইডোডো বলেন, রাজধানী সরিয়ে নিতে সরকার একটি খসড়া বিল তৈরি করবে, যা সংসদে পেশ করা হবে। প্রকল্পটিতে আনুমানিক ব্যয় হতে পারে ৩ দশমিক ৩ কোটি ডলার।