আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইরানে জ্বালানির দাম বাড়ার পর দেশটির ২১টি শহরে ছড়িয়ে পড়া বিক্ষোভ চলাকালে কমপক্ষে ১০৬ জন নিহত হয়েছেন। খবর টাইমস অব ইসরায়েল’র।
অ্যামনেস্টি এক বিবৃতিতে জানায়, এই বিক্ষোভে নিহতের প্রকৃত সংখ্যা এর থেকেও বেশি বলে মনে করে সংগঠনটি। নিহতের সংখ্যা ২০০ পর্যন্ত হতে পারে বলেও বেশ কিছু প্রতিবেদনে বলা হচ্ছে।
ইরানি সরকার সোমবার জানায়, কিছু ছোটখাটো ইস্যু থাকা সত্ত্বেও সবকিছু শান্ত আছে। এদিকে এই বিক্ষোভ অবসানের আহ্বান জানিয়েছে দেশটির ইসলামিক রেভোল্যুশনারি গার্ডস কর্পস।
প্রতিবেদনে থেকে জানা যায়, প্রেসিডেন্ট হাসান রুহানি রেশনের পেট্রলের দাম ৫০ শতাংশ বৃদ্ধি এবং মাসিক রেশনের পরিমাণ নির্ধারণের ঘোষণা দেওয়ার প্রতিবাদে এই বিক্ষোভ।
এর আগে শুক্রবার (১৫ নভেম্বর) দেশটির এক সরকারি ঘোষণায় জানানো হয়, এখন থেকে এক লিটার পেট্রলের মূল্য ১৫ হাজার রিয়াল। যা আগে ১০ হাজার রিয়াল ছিলো। শুধু তাই নয়। ব্যক্তিগত যানের জন্য মাসে ৬০ লিটার তেল বরাদ্দ থাকবে। এর বেশি পেট্রল কিনতে চাইলে প্রত্যেক লিটারের মূল্য পড়বে ৩০ হাজার রিয়াল।
এদিকে সরকারের এমন ঘোষণায় দেশজুড়ে ক্ষোভ দেখা দিয়েছে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। এ ঘটনায় একজন মারা যান। এবং আহত হয়েছে অনেক।