জাপানের পূর্বাঞ্চলে টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। শক্তিশালী টাইফুন হাগিবিসে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হওয়ার দুই সপ্তাহের মাথায়ই ফের দুর্যোগের কবলে পড়লো এ অঞ্চলের মানুষ।
দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে’র বরাতে দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানায়, আজ শনিবার প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ১০ জন নিহত হয়েছেন। এছাড়াও নিখোঁজ রয়েছেন আরও তিনজন।
ভারী বৃষ্টিপাতে পূর্ব ও উত্তরপূর্বের দুটি অঞ্চল চিবা ও ফুকুশিমা এলাকায় ভূমিধসের খবর পাওয়া গেছে। কোনো কোনো স্থানে এতই বৃষ্টি হয়েছে যে অল্প কয়েক ঘণ্টার মধ্যেই সেসব এলাকার মাসিক গড় বৃষ্টিপাতকে ছাড়িয়ে গেছে। চিবার উশিকু শহরেই ১২ ঘণ্টায় ২৮৩ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
এদিকে, গত মাসে দুটি টাইফুন আঘাত হানা উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকার মানুষজনকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে।
টাইফুন হাগিবিসে লন্ডভন্ড মধ্য ও পূর্বাঞ্চলীয় শহরগুলোতে মুষলধারে বৃষ্টির পাশাপাশি আরও কিছু অঞ্চলে বন্যা ও ভূমিধস হতে পারে বলেও আশঙ্কা করছে কর্তৃপক্ষ।