মারা গেলেন জাপানের শতবর্ষী সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুহিরো নাকাসোনে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০১ বছর।
রয়টার্স জানায়, শুক্রবার জাপানের টিভি চ্যানেল এনএইচকে দেশটির সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করে।
ইয়াসুহিরো নাকাসোনে ১৯৮২ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী ছিলেন। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড রিগ্যানের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে।
আন্তর্জাতিকভাবে জাপানের অবস্থান সুদৃঢ় করতে ভূমিকা রাখেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের পরামর্শে সংবিধানে সংশোধনী আনতে চেয়ে ব্যর্থ হন তিনি। দেশটিতে সংস্কার আনতে গিয়ে আমলাদের সঙ্গে রীতিমতো যুদ্ধে নামতে হয়েছিল তাকে।