জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে ‘গর্দভ’ ও ‘রাজনৈতিক বামন’ বলে আখ্যায়িত করেছে উত্তর কোরিয়া সরকার। পিয়ংইয়ংয়ের সর্বশেষ পরিচালিত অস্ত্র পরীক্ষাকে বিভ্রান্তিকরভাবে আখ্যায়িত করায় আবেকে এ মন্তব্য করে পিয়ংইয়ং। খবর বিবিসি।
উত্তর কোরিয়া ‘উপর্যুপরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ পরীক্ষা চালাচ্ছে বলে বৃহস্পতিবার অভিযোগ করেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। টোকিওর এমন অভিযোগের জবাবে নিজেরা কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়নি বলে জানায় পিয়ংইয়ং। দেশটি ‘অতিকায় বহুমুখী রকেট লঞ্চার’ পরীক্ষা করেছে বলে বারবার দাবি করে আসছে কিম জং-উন সরকার।
এদিকে টোকিওর অভিযোগকে বিভ্রান্তিকর আখ্যা দিয়ে গতকাল রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে পিয়ংইয়ং কর্তৃপক্ষ জাপানকে ‘অদূর ভবিষ্যতে প্রকৃত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাকে বলে’ তা দেখিয়ে দেয়ার হুমকি দেয়। প্রসঙ্গত, জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর অনুমতি নেই। এদিকে উত্তর-পূর্ব এশিয়ার দেশটি নিজেদের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি নিয়ে নানামুখী নিষেধাজ্ঞায় রয়েছে।