পূর্ব চীন সাগরে স্থিতিশীলতা ফিরে না এলে চীনের সঙ্গে জাপানের দ্বিপক্ষীয় সম্পর্কের প্রকৃত উন্নয়ন ঘটবে না। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে খ্রিস্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংকে এ কথা জানিয়েছেন। খবর রয়টার্স ও এএফপি।
চীনের চেংদুতে চীন-জাপান-কোরিয়া ত্রিপক্ষীয় সম্মেলন চলাকালে গতকাল পৃথকভাবে একটি দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন শিনজো আবে ও লি কেকিয়াং। দুই শীর্ষ নেতা প্রায় ৫০ মিনিট ধরে আলোচনা করেন বলে জাপানের গণমাধ্যম এনএইচকে জানিয়েছে। এটি দুই নেতার সপ্তম বৈঠক। এর আগে নভেম্বরে সর্বশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
জাপানের কিয়োদো নিউজ জানায়, চীনা প্রিমিয়ার চীন-জাপান সম্পর্কের উন্নয়ন অব্যাহত রাখার কথা জানিয়েছেন। বর্তমানে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক গতিতে ফিরে এসেছে বলে উল্লেখ করেছেন লি কেকিয়াং।
চীনা প্রিমিয়ার বলেন, তৃতীয় দেশের বাজারে টোকিওর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করতে চায় বেইজিং। এছাড়া চীন জাপানের জন্য নিজেদের সেবা খাত আরো উন্মুক্ত করবে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার ত্রিপক্ষীয় বৈঠকে একটি পরিকল্পিত মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে দেশ তিনটি।
তবে দীর্ঘদিন ধরেই চুক্তিটি নিয়ে আলোচনা চললেও এখন পর্যন্ত এর কোনো বাস্তবায়ন দেখা যায়নি। উল্লেখ্য, ২০১৮ সালে তিন দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ৭২ হাজার কোটি ডলার ছাড়িয়েছে।