Breaking News

ট্রিলিয়ন ডলারের প্রণোদনা পরিকল্পনা জাপানের

নভেল করোনাভাইরাসের প্রভাব মোকাবেলায় প্রায় এক ট্রিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজের পরিকল্পনা প্রকাশ করেছে জাপান সরকার। স্থানীয় সময় মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এ প্রণোদনা প্যাকেজ পরিকল্পনা প্রকাশ করেন। খবর রয়টার্স

এদিকে দেশটিতে নতুন করে কভিড-১৯-এর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জরুরি অবস্থা ঘোষণার প্রস্তুতি নেয়া হয়েছে। আবে এক মাসের জন্য রাজধানী টোকিও এবং আরো ছয়টি অঞ্চলে এ জরুরি অবস্থা ঘোষণা করবেন। এ বিষয়ে তিনি বিশেষজ্ঞ প্যানেলের সমর্থনও পেয়েছেন।

আবের মন্ত্রিপরিষদ নভেল করোনাভাইরাসের মারাত্মক প্রভাব থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিকে বাঁচাতে ১০৮ ট্রিলিয়ন ইয়েনের (৯৯ হাজার কোটি ডলার) প্রণোদনা প্যাকেজ চূড়ান্ত করবে। এ পরিমাণ অর্থ জাপানের মোট অর্থনৈতিক উৎপাদনের ২০ শতাংশের সমান।

আবে জাপানের ক্ষমতাসীন ও বিরোধী দলের সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, এ প্রণোদনা প্যাকেজ বিশ্বের বৃহত্তম প্যাকেজগুলোর মধ্যে অন্যতম হতে যাচ্ছে।

About admin

Check Also

Gratis hardcoreporn filmer smoking – watch free porn online mature milf

Sex Asiatiske kjrlighet dating site asiatiske dating nettsteder toronto Her beskrives alt webcam sex live …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *