Breaking News

পাসপোর্ট র‌্যাংকিং: শীর্ষে জাপান, বাংলাদেশ ১০১ নম্বরে

করোনা মহামারি ছড়িয়ে পড়ার আগে অন্য যেকোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি চলাচলের স্বাধীনতা উপভোগ করছিল বিশ্ববাসী। কিন্তু এ মহামারির থাবায় বদলে যায় দীর্ঘদিনের চেনাজানা পৃথিবী। সংক্রমণ ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে অনেক দেশ। এর মধ্যেই ২০২০ সালের পাসপোর্ট র‌্যাংকিং প্রকাশ করেছে হেনলি পাসপোর্ট ইনডেক্স। এ সংস্থাটি প্রতিবছরই পাসপোর্ট র‌্যাংকিং প্রকাশ করে থাকে। এবারের র‍্যাংকিংয়ে শীর্ষে জাপান। আর বাংলাদেশের অবস্থান ১০১ নম্বরে।

সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের মালিক হিসেবে জাপানি পাসপোর্টধারীরা বিশ্বের মোট ১৯১টি গন্তব্যে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পেয়ে থাকেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুরের পাসপোর্ট। দেশটির নাগরিকরা ১৯০টি গন্তব্যে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পান। তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে জার্মানি ও দক্ষিণ কোরিয়া। দেশ দুটির নাগরিকরা অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পান ১৮৯টি গন্তব্যে।

১৮৮টি গন্তব্যে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে চারটি দেশ। দেশগুলো হচ্ছে ইতালি, স্পেন, ফিনল্যান্ড ও লুক্সেমবার্গ।

১৮৭টি গন্তব্যে ভিসামুক্ত সুবিধা নিয়ে যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছে ডেনমার্ক ও অস্ট্রিয়া। ১৮৫টি গন্তব্যে ভিসামুক্ত সুবিধা নিয়ে সপ্তম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।

৪১টি গন্তব্যে ভিসামুক্ত সুবিধা নিয়ে ১০১তম স্থানে রয়েছে বাংলাদেশ। গত বছরের র‌্যাংকিংয়েও বাংলাদেশের অবস্থান একই ছিল।

তালিকায় একেবারে শেষের দিকে নাম রয়েছে-পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, সোমালিয়া, ফিলিস্তিন, নেপাল, লিবিয়া ও উত্তর কোরিয়ার মতো দেশগুলোর নাম।

সিএনএন জানিয়েছে, এ সূচকে অস্থায়ী ভ্রমণ নিষেধাজ্ঞা বিবেচনায় না নেয়ায় বর্তমান পরিস্থিতির সঙ্গে হেনলি ইনডেক্সের র‌্যাংকিং পয়েন্টের অসামঞ্জস্যতা রয়েছে। কেননা বিদ্যমান করোনা পরিস্থিতিতে অনেক দেশেই অস্থায়ী ভ্রমণে নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *