Breaking News

জাপানে বাংলাদেশ আওয়ামি লীগ ও এর অঙ্গসংঠন এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

গত ১২ই মে রোজ রবিবার টোকিও কিতাকুর অর্ন্তগত ওজি হকতোপিয়া হলে বাংলাদেশ আওয়ামি লীগ ও এর অঙ্গসংঠন এর আয়োজনে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয় ।

মাহফিলে জাপানস্হ বাংলাদেশ দূতাবাসের উধ্বর্তন কর্মকর্তাগন উপস্হিত ছিলেন ।

উপস্হিত ছিলেন বাংলাদেশ আওয়ামি লীগ ( জাপান ) এর সভাপতি সালেহ মো:আরিফ , সাধারন সম্পাদক খন্দকার আসলাম হিরাসহ জাপান আওয়ামি লীগ ও এর অঙ্গসংঠন এর নেতৃবৃন্দু ।

ইফতারের পূর্ব মুহুর্তে ছোট ছোট শিশুদের পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে ইফতার মাহফিল আরম্ভ করা হয় ।

এরপর দরুদ শরিফ ও দোয়ার মাধ্যমে মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া করেন মিসাতো মসজিদের ইমাম ও খতিব জনাব আরাফাত উল্লাহ । অনুষ্ঠানে অগতদের আন্তরিকতার সাথে আপ্যায়ন করেন আওয়ামি লীগ ও এর অঙ্গসংঠন এর নেতৃবৃন্দ । ইফতারের পর মাগরিব নামাজ শেষে নৈশভোজের আয়োজন করা হয় ।

About admin

Check Also

Gratis hardcoreporn filmer smoking – watch free porn online mature milf

Sex Asiatiske kjrlighet dating site asiatiske dating nettsteder toronto Her beskrives alt webcam sex live …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *