জাপানের রাজধানী টোকিওর শহরতলিতে একটি চালকবিহীন ট্রেন দুর্ঘটনায় ১৪ জন যাত্রী আহত হয়েছেন। পাঁচ বগির ট্রেনটি ভুল দিকে চলে একটি বাফার স্টপে আঘাত হানলে এ দুর্ঘটনা ঘটে। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর এএফপি।
দুর্ঘটনায় কয়েকজন গুরুতর আহত হলেও তা প্রাণঘাতী নয় বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। জাপানে গত ৩০ বছরের মধ্যে এই প্রথম চালকবিহীন ট্রেন দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনা ঘটল। ট্রেন পরিচালনা কোম্পানির প্রেসিডেন্ট আকিহিকো মিকামি এক সংবাদ সম্মেলনে জানান, ভুল পথে প্রায় ২০ মিটার (৬৫ ফুট) চলার পর ট্রেনটি শিন-সুগিতা স্টেশনের বাফার স্টপে আঘাত করে।
স্টেশনটি বন্দর শহর ইয়োকোহামার চালকবিহীন কানাজাওয়া সিসাইড লাইনের একটি টার্মিনাল। মিকামি জানান, দুঘটনার পর কোম্পানি ট্রেনলাইনটি বন্ধ করে দিয়েছে। আবার কবে নাগাদ ট্রেন চলাচল শুরু হবে, তা এখনো অনিশ্চিত।
সাম্প্রতিক সময়ে বিশ্বের বেশ কয়েকটি দেশের সড়কে পরীক্ষামূলকভাবে চালকবিহীন গাড়ি নামানো হয়েছে। তবে তার বহু আগে থেকেই জাপানে স্বয়ংক্রিয় ট্রেন চলাচল রয়েছে।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম