জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় বন্দুকযুদ্ধে ৪ জঙ্গি নিহত হয়েছে। নিখোঁজ রয়েছেন দুই ভারতীয় সেনা।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সন্ত্রাসীরা লুকিয়ে রয়েছে বলে গোপন সূত্রে খবর পেয়ে যৌথ অভিযান চালায় সেনা, পুলিশ ও সিআরপি। বাহিনী ঘিরে ফেলায় সন্ত্রাসীরা গুলি ছুড়তে শুরু করলে পালটা আঘাত হানে সেনারা।
পুলওয়ামা সার্ভিস লাইন থেকে সার্ভিস রাইফেলসহ নিখোঁজ দুই সেনা। তাদের খোঁজে শুরু হয়েছে ব্যাপক তল্লাশি। জঙ্গিরা তাদের অপহরণ করেছে বলে ধারণা করা হচ্ছে।
এই পুলওয়ামায় গত ১৪ ফেব্রুয়ারি সেনা কনভয়ে হামলা চালিয়েছিল জঙ্গিরা। তাতে মারা যান চল্লিশেরও বেশি সিআরপিএফ সেনা।
ঈদের দিন অর্থাৎ বুধবার সকালে এক নারীর বাড়িতে দরজা ধাক্কা দিয়ে ঢুকে পড়ে জঙ্গিরা। নির্বিচারে গুলিও চালায় তারা। সেখানে ওই নারী মারা যান। সেদিনের পর থেকে গোটা এলাকারই নিরাপত্তায় জোর দিয়েছে ভারত।