লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতি সংবাদমাধ্যমের খবরে জানা যায়।
এএফপি জানায়, বিস্ফোরণে আশেপাশের বিল্ডিংয়ের জানালার কাঁচ ভেঙ্গে গেছে।
সিএনএনের খবরে বলা হয়েছে, ভয়াবহ দুটি বিস্ফোরণের পর লেবানন থেকে ১৫০ মাইল দূরের এলাকাও কেঁপে ওঠে। সাইপ্রাসের একটি এলাকা বিস্ফোরণের পর কেঁপে ওঠে।
লেবাননের স্থানীয় ডেইলি স্টার পত্রিকার সাংবাদিকরা বিস্ফোরণের পরে তাদের অফিসের ক্ষয়ক্ষতির ছবি শেয়ার করেছেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বিস্ফোরণ ভিডিও টুইটারে প্রকাশ করে জানান, ঘটনাস্থল থেকে কয়েক মাইল দূরে থাকায় বিস্ফোরণের কারণ জানতে পারেননি। তারা গোলাপী রঙের ধোঁয়ার কুণ্ডলি আকাশে উঠছে এমন ছবি শেয়ার করেছেন।
লোবানের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বেশ কিছু মানুষ হতাহত হয়েছে এবং বড় ধরনের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।