লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বিমান হামলায় পাঁচ বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
একটি বিস্কুট কারখানায় বিমান হামলায় সোমবার সাত শ্রমিক নিহত হন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মালেক মেরসেত জানিয়েছেন।
ত্রিপোলির ওয়াদি আল-রাবি এলাকায় হামলায় নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি এবং দুজন লিবিয়ার বলে জানিয়েছেন তিনি।
হামলায় অন্তত ৩৩ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে অধিকাংশ নাইজার ও বাংলাদেশের নাগরিক। তাদের জরুরি চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অনলাইনে শেয়ার করা ফুটেজে দেখা গেছে, আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হচ্ছে। তাদের পায়ে ব্যান্ডেজ এবং রক্ত মাখা ছিল। খবর রয়টার্স।
ত্রিপোলিতে এপ্রিল থেকে জেনারেল খালিফা হিফতারের নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মির সঙ্গে সরকারি বাহিনীর যুদ্ধ চলে আসছে।