করোনাভাইরাসে আক্রান্ত জাতীয় দলের ক্রিকেটার ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজার দ্বিতীয় দফার নমুনা পরীক্ষার রিপোর্টও পজিটিভ এসেছে।
গত ২০ জুন মাশরাফির শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তার বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, গত মঙ্গলবার দ্বিতীয় দফা নমুনা টেস্ট হয় মাশরাফি। পরদিন রিপোর্ট আসে পজিটিভ।
মাশরাফি বলেন, “হ্যাঁ, গেল মঙ্গলবার আবার পরীক্ষা করিয়েছিলাম। পরদিন ফল পজিটিভ এসেছে। এরপর নতুন করে আর পরীক্ষা করাইনি এখনও। তবে শারীরিকভাবে আমি সুস্থ আছি।”
সপ্তাহ খানিক আগে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে মাশরাফির করোনার রিপোর্ট নাকি নেগেটিভ এসেছে। ২৮ জুন নিজের ভেরিফাইড ফেসবুক এক স্ট্যাটাসে এসব গুঞ্জন দূর করেন ‘নড়াইল এক্সপ্রেস’।
মাশরাফি লিখেছিলেন- “বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, আমি কোভিড-১৯ নেগেটিভ। এটি মোটেও সত্য নয়। এখনো পুনরায় টেস্ট করাইনি। ১৪ দিন হওয়ার পর পর টেস্ট করানোর ইচ্ছে আছে।”
করোনাভাইরাসে আক্রান্ত হলেও কোনো শারীরিক জটিলতা নেই মাশরাফীর। বাসাতে থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি। বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের সবচেয়ে সফল অধিনায়কের ছোট ভাই মোরসালিন বিন মোর্ত্তজাও করোনা আক্রান্ত। তিনিও ভালো আছেন।