পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মাসুদুর রহমানকে নাইজেরিয়ায় নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্র সার্ভিসের ১৭তম ব্যাচের কর্মকর্তা মাসুদুর রহমান বর্তমানে বেইজিংয়ে ডেপুটি চিফ অব মিশন হিসেবে নিয়োজিত রয়েছেন।
বর্তমানে বেইজিং মিশনের উপপ্রধান হিসেবে কর্মরত । এর আগে তিনি মস্কো, মানামা, টোকিও ও দুবাইয়ে কর্মরত ছিলেন।
বুয়েট থেকে ইলেকট্রিকাল ও ইলেকট্রনিক বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন মাসুদুর রহমান। এছাড়া ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিসি কোর্স করেছেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন উইংয়ে তিনি দায়িত্ব পালন করেছেন।