Breaking News

কালো তালিকায় পাকিস্তান

সন্ত্রাসে মদত দেওয়ার জন্য ফের কালো তালিকাভুক্ত করা হয়েছে পাকিস্তানকে। মূলত টেরর ফান্ডি ও আর্থিক দুর্নাতির অভিযোগে পাকিস্তানকে ব্ল্যাক লিস্টে ফেলেছে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স।

শুক্রবারই এফএটিএফের রিপোর্ট প্রকাশ্যে এসেছে। জানা গেছে, ৪০টি মাপকাঠির মধ্যে ৩২টিতেই ফেল পাকিস্তান। তাই তাদের কালো তালিকাতেই রাখা হল।

অস্ট্রেলিয়ায় চলছিল FATF-এর বৈঠক। দু’দিন অন্তত সাত ঘণ্টা চলে সেই বৈঠক। এরপরই পাকিস্তানের ব্যাপারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত উদ দাওয়া,লস্কর, জইশকে অর্থ সাহায্য করছে পাকিস্তান। নিষিদ্ধ ঘোষণার পর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ সরকারের সাহায্য পাচ্ছে জঙ্গি সংগঠনগুলি। এ কারণেই তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা।

১৯৮৯ সালে আর্থিক কারচুপি,জঙ্গি সংগঠনগুলিকে আর্থিক সাহায্যের মত বিষয়গুলি থেকে আটকাতে আন্তর্জাতিক স্তরে গঠিত হয় এফএটিএফ। যে দেশগুলি আন্তর্জাতিক নিয়মের তোয়াক্কা না করে জঙ্গি সংগনগুলিকে আর্থিক সাহায্য করছে তাদের কালো তালিকায় আনছে সংগঠনটি।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *