“গিটার ক্রাইয়ার” খ্যাত রোমো রোমিও বাংলাদেশের একজন জনপ্রিয় প্রতিভাবান সংগীত শিল্পী। প্রায় দেড়যুগ থেকে তিনি সংগীত সাধনা করে আসছেন।
সবাই তাকে দার্শনিক গিটারিষ্ট ও আধ্যাত্মিক মিউজিশিয়ান বলে চেনেন। ২০১২ সালে চ্যানেল আই গেট সেট রক রিয়েলিটি শো বিচারক আইয়ুব বাচ্চু তাকে “গিটার ক্রাইয়ার” নামে উপাধি দিয়েছিল।
সেই গিটার ক্রাইয়ারের নিজস্ব একটি গিটার ইন্সট্রুমেন্টাল রিলিজ হলো সম্প্রতি । গিটার ইন্সট্রুমেন্টালটির শিরোনাম হলো “আঘাত”।
রোমিও বলেন, খুব যত্ন করে মনের সমস্ত আবেগ দিয়ে ‘আঘাত’ কম্পোজ করেছি। আশা করছি মেলডি এই টিউনটি শ্রোতাদের অনেক ভালো লাগবে। এবং সেই সাথে সাল সাবলীল জন ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ তার প্রোডাকশন “আঘাত’ রিলিজের জন্য।
বিভিন্ন সাইটে এই “আঘাত” গিটারন্স ইট্রুমেন্টালটি পাওয়া যাচ্ছে। ফেইসবুক, ইউটিউব, গান এ্যাপসে, জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, রবি ও এয়ারটেল স্প্লাশ, ইমাজিন রেডিও, স্বাধীন এ্যাপ সহ আরো কিছু মিউজিক স্টেশনে পাওয়া যাচ্ছে ইট্রুমেন্টালটি ।