Breaking News

সিডনিতে রেকর্ড তাপমাত্রা, দাবানল সতর্কতা জারি

অস্ট্রেলিয়ার সিডনিতে সর্বশেষ রাতে সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা ওই অঞ্চলে নভেম্বর মাসের সর্বোচ্চ তাপমাত্রা। তাপমাত্রা বাড়তে থাকায় উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে দাবানলের সতর্ক সংকেত দেখিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খবর বিবিসি।

সাধারণত, নভেম্বর মাসের রাতগুলোতে অস্ট্রেলিয়ায় গড় তাপমাত্রা থাকে ২৫ দমশিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, দক্ষিণ অস্ট্রেলিয়া এবং ভিক্টোরিয়ায় সামনের সপ্তাহগুলোতে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে। বাড়তে থাকা তাপমাত্রার সঙ্গে খাপ খাইয়ে নিতে স্থানীয় অধিবাসীরা সমুদ্র সৈকতে ভিড় করছেন। তবে, করোনা মহামারির কারণে বিধি-নিষেধ থাকায় সাউথ ওয়েলসের বাসিন্দাদের সমুদ্র সৈকতে সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছে রাজ্যের স্বাস্থ্য অধিদফতর।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হচ্ছে, আগামী ৫-৬ দিনে কুইন্সল্যান্ডের দক্ষিণ পূর্বাঞ্চলে তাপমাত্রা অস্বাভাবিক ভাবে বাড়তে পারে। বিভিন্ন জায়গায় অসহনীয় তাপমাত্রার কারণে দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এরইমধ্যে, ৪৫ স্থানে দাবানলের খবর পাওয়া গেছে। হুমকির মুখে রয়েছে পশ্চিম সিডনির অনেক ঘরবাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচটি অগ্নি নির্বাপন বিমান প্রস্তুত রাখার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।

প্রসঙ্গত, ২০১৯-২০ এর দাবানলে অস্ট্রেলিয়াজুড়ে দুই কোটি ৪০ লাখ হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। যা এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ দাবানল বলে ধারণা করা হয়। দাবানলে পুড়ে মারা যান কমপক্ষে ৩৩ জন।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *