Breaking News

মহামারিকে হালকাভাবে দেখিয়েছিলাম – ট্রাম্পের স্বীকারোক্তি

নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর ভয়াবহতাকে হালকাভাবে দেখিয়েছিলেন বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর এএফপি।
বুধবার (৯ সেপ্টেম্বর) প্রকাশিত এক পডকাস্টে প্রবীণ মার্কিন সাংবাদিক বব উডওয়ার্ডের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প এ কথা বলেন।

ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, শুরু থেকেই তিনি জনগণের সামনে করোনাকে গুরুত্বহীন করার চেষ্টা করেছেন।

পাশাপাশি, এখনও তিনি করোনার ভয়াবহতাকে হালকা করে জনগণের আতংক কমাতে চান বলে ওই সাক্ষাৎকারে উল্লেখ করেছেন ট্রাম্প।
এদিকে, ১৫ সেপ্টেম্বর প্রকাশতিব্য ‘রেইজ’ গ্রন্থের পর্যালোচনাসূত্রে উডয়ার্ডের সঙ্গে ট্রাম্পের পডকাস্টটি মার্কিন গণমাধ্যম সিএনএন প্রচার করে।

এর আগে, উডওয়ার্ডের সঙ্গে ৭ ফেব্রুয়ারি অপর এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, করোনাভাইরাস বাতাসে মিলিয়ে যাবে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০ এর আর মাত্র আট সপ্তাহ বাকি, এই মুহুর্তে ট্রাম্পের এই সাক্ষাৎকার রিপাবলিকান দলের ওপর নতুন চাপ তৈরি করবে বলে বিশ্লেষকরা মনে করছেন।
অপরদিকে, নির্বাচনকে সামনে রেখে সবকটি জনমত জরিপে ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেন থেকে পিছিয়ে রয়েছেন। অধিকাংশ ভোটার মনে করছেন, ট্রাম্প করোনা মোকাবিলায় ব্যর্থ হয়েছেন।

হোয়াইট হাউজেও ‘রেইজ’ বইটির নিন্দা করে সাংবাদিকদের ট্রাম্প বলেন, এই বই রচনার পেছনে আরও গুরুতর রাজনৈতিক স্বার্থ জড়িত।

তিনি বলেন, করোনাকে হালকা করে দেখিয়েছেন কারণ তিনি চাননি লোকজন ভয় পাক।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *