Breaking News

অচলাবস্থা এড়াতে জরুরি অবস্থার পথে ট্রাম্প

যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করে সীমান্তে বিতর্কিত দেয়াল নির্মাণের পরিকল্পনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্টের এই পরিকল্পনা সম্পর্কে জানানো হয়। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যাতে সরকারি দপ্তরগুলো কাজ চালিয়ে যেতে পারে তাই ব্যয় সংক্রান্ত বিলে স্বাক্ষর করবেন ট্রাম্প। গত বৃহস্পতিবার কংগ্রেসের দুই কক্ষে বিরাট ব্যবধানে সীমান্ত নিরাপত্তা বিলটি পাস হয়। হোয়াইট হাউস পরে জানায়, ‘অচলাবস্থা’ এড়াতে ট্রাম্প ওই বিলে স্বাক্ষর করবেন।

স্বাক্ষর-পরবর্তী সময়ে দেশে জরুরি অবস্থা জারি হলে ট্রাম্প কংগ্রেসের সিদ্ধান্ত এড়িয়ে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য প্রয়োজনীয় ফান্ড সংগ্রহ করতে পারবেন। অবৈধ অভিবাসন রুখতে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে সীমান্তে যেকোনো মূল্যে স্থায়ী বেষ্টনী নির্মাণের প্রতিশ্রুতি ছিল ট্রাম্পের। নির্মাণকাজ শুরু করতে চলতি বছর কংগ্রেসের কাছে ৫৭০ কোটি ডলারও চেয়েছিলেন তিনি।

শীর্ষ দুই ডেমোক্র্যাট নেতা জানান, ‘জরুরি অবস্থা জারি হবে একটি বেআইনি কাজ, প্রেসিডেন্টের ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার। এটি হবে তার দেওয়া প্রতিশ্রুতি ভাঙার একটি মরিয়া চেষ্টা, যেখানে দেয়াল নির্মাণের অর্থ মেক্সিকোর কাছ থেকে আদায়ের কথা দিয়েছিলেন তিনি। তিনি মেক্সিকোকে রাজি করাতে পারেননি। এখন করদাতাদের অর্থে দেয়াল নির্মাণের কাজ শুরু করতে এখন প্রেসিডেন্ট কংগ্রেসের চারপাশ ঘিরে মরিয়ে চেষ্টা চালাচ্ছেন।’

বিশ্লেষকরা বলছেন, জরুরি অবস্থা জারি হলে প্রেসিডেন্টের হাতে কিছু বিষয়ে অগাধ ক্ষমতা চলে আসবে, যা ব্যবহার করে তিনি কংগ্রেসকে পাশ কাটাতে পারবেন। ওই ক্ষমতাকে কাজে লাগিয়ে তিনি সামরিক কিংবা দুর্যোগ খাতের বরাদ্দের অর্থ দেয়াল নির্মাণে নিয়ে যেতে পারবেন।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *