করোনাভাইরাসে বিশ্বজুড়ে যখন মৃত্যুর ঘটনা বাড়ছে তখন সংক্রমণ রোধে বিধিনিষেধ ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির হুমকি দিয়েছে তিউনিসিয়া সরকার। খবর বিবিসি।
দায়িত্বজ্ঞানহীনভাবে যেসব লোক করোনাভাইরাস ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ আনা হতে পারে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এমনটা জানিয়েছে।
তিউনিসিয়ায় এখন পর্যন্ত ৬২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২৩ জন। পরিস্থিতিতে নিয়ন্ত্রণে দেশটিতে কারফিউ জারি করা হয়েছে।
এই মহামারিকে সামাল দেয়ার চেষ্টায় অন্য কয়েকটি দেশও একই ধরনের কঠোর শাস্তির কথা ঘোষণা করেছে।
গত সপ্তাহে রাশিয়া একটি আইন চালু করেছে যেখানে কোয়ারেন্টাইন ভঙ্গকারীদের জন্য কারও মৃত্যু হলে সাত বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
সিঙ্গাপুরে কভিড-১৯ সংক্রমিত বলে নিশ্চিত হওয়া বা সন্দেহভাজন কেউ কোয়ারেন্টাইন আইন ভঙ্গ করলে তার সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড এবং ১০ হাজার ডলার জরিমানার বিধান রাখা হয়েছে।