এই প্রথম করোনাভাইরাসের (কভিড-১৯) ভয়াবহতার কথা স্বীকার করলেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বললেন, করোনায় যুক্তরাষ্ট্রে এক লাখ বা তারও বেশি মানুষ মারা যেতে পারে। – সিএনএন
রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় হোয়াইট হাউসে করোনাভাইরাস নিয়ে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এ কথা বলেন।
ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রজুড়ে সামাজিক দূরত্ব বজায় রাখা ও ‘স্টে অ্যাট হোম’ গাইডলাইন আরও ৩০ দিন বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।
করোনা নিয়ে ‘সবচেয়ে সঠিক’ ও ‘বিশদ’ তদন্ত ও বিশ্লেষণ প্রতিবেদন পেয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘যদি আমরা কিছু না করি তাহলে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যেতে পারে।’
ট্রাম্প বলেন, ‘দুই সপ্তাহের মধ্যে মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে যেতে পারে। বিজয় অর্জিত হওয়ার আগেই জয় ঘোষণার চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। আপনারা যত ভালো করবেন, তত দ্রুত এই দুঃস্বপ্ন শেষ হবে।’
এর আগে রবিবার সকালে সিএনএন এর টকশো ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ এ যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্টনি ফুচি বলেন, করোনাভাইরাস সংক্রমণে যুক্তরাষ্ট্রে এক লাখ বা তারও বেশি লোক মারা যেতে পারে।
জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১ লাখ ৪২ হাজার ৩৫৬ করোনায় আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যে ২ হাজার ৪২৫ জন মারা গেছেন বলে জানিয়েছে সিএনএন।