Breaking News

১৪ বছরের সর্বোচ্চে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি

গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৬ হাজার ৮১০ কোটি ডলার। রফতানিতে শ্লথ প্রবৃদ্ধির বিপরীতে আমদানি আকাশচুম্বী হওয়ায় তা ১৪ বছরের সর্বোচ্চে দাঁড়িয়েছে। রয়টার্স ।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, নভেম্বরে বাণিজ্য ঘাটতি ৮ শতাংশ বেড়ে ৬ হাজার ৮১০ কোটি ডলারে দাঁড়িয়েছে, যা ২০০৬ সালের আগস্টের পর সর্বোচ্চ। গত অক্টোবরের বাণিজ্য ঘাটতির সংশোধিত উপাত্ত দাঁড়িয়েছে ৬ হাজার ৩১০ কোটি ডলার।

নভেম্বরে আমদানি ২ দশমিক ৯ শতাংশ বেড়ে ২৫ হাজার ২৩০ কোটি ডলারে দাঁড়িয়েছে। পণ্য আমদানি ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৪১০ কোটি ডলার, যা ২০১৯ সালের মে মাসের পর সর্বোচ্চ। রফতানি ১ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪২০ কোটি ডলার। পণ্য রফতানি ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৭৭০ কোটি ডলার।

About admin

Check Also

Gratis hardcoreporn filmer smoking – watch free porn online mature milf

Sex Asiatiske kjrlighet dating site asiatiske dating nettsteder toronto Her beskrives alt webcam sex live …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *