যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো বন্দুকধারীর নির্বিচার গুলির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।
শনিবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে মিডল্যান্ড মহাসড়কে পুলিশ বন্দুকধারীর গাড়ি থামানোর চেষ্টা করলে ঘটনার সূত্রপাত হয়।
পুলিশের গুলিতে ৩০ বছর বয়সী ওই শ্বেতাঙ্গ বন্দুকধারীও নিহত হয়েছেন। তবে তার হামলার উদ্দেশ্য জানা যায়নি।
বিবিসি জানায়, মিডল্যান্ড ও ওডেসা শহরের মাঝামাঝি ওই বন্দুকধারীর গাড়ি থামানোর চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে প্রথমে গুলি চালান তিনি।
এরপর ধাওয়া খেয়ে বন্দুকধারী একাধিক স্থানে গাড়ি ও পথচারীদের লক্ষ্য করে নির্বিচার গুলি করতে থাকেন। একপর্যায়ে হামলাকারী নিজের গাড়ি থেকে বের হয়ে একটি পোস্টাল ট্রাক চুরি করে তাণ্ডব চালাতে থাকেন।
শেষ পর্যন্ত একটি সিনেমা কমপ্লেক্সে পুলিশের গুলিতে ওই বন্দুকধারী নিহত হন।
চার সপ্তাহ আগে টেক্সাসের এল পাসো শহরে এক শ্বেতাঙ্গ বন্দুকধারীর হামলায় কমপক্ষে ২২ জন নিহত হন। অভিবাসীদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছিল।