রুদ্ধশ্বাস প্রতীক্ষার অবসান। ভোটগণনার চার চার দিন পর শেষ পর্যন্ত মিললো বহুল আকাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর— কে হচ্ছেন আগামী চার বছরের জন্য হোয়াইট হাউজের বাসিন্দা। জানা গেল, রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হচ্ছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। রাজনীতিতে দীর্ঘ পাঁচ দশকের অভিজ্ঞ ৭৭ বছর বয়সী এই রাজনীতিবিদই হতে যাচ্ছেন বৈশ্বিক পরাশক্তির এই দেশটির রাষ্ট্রপ্রধান। আর ভাইস প্রেসিডেন্ট হিসেবে তার সঙ্গী হবেন রানিং মেট কমলা হ্যারিস।
গত মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দিন সন্ধ্যা থেকেই শুরু হয় ভোটগণনা। দীর্ঘ চার দিনে নানা নাটকীয়তা শেষে শনিবার (৭ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে নিশ্চিত হওয়া গেল বাইডেনের প্রেসিডেন্সি। মার্কিন বার্তা সংস্থা এপি জানাচ্ছে, ব্যাটলগ্রাউন্ড স্টেট নেভাদা আর পেনসিলভ্যানিয়াতেও শেষ হাসি হেসেছেন বাইডেন। তাতে করে তার আগের ২৬৪টি ইলেকটোরাল ভোটের সঙ্গে যুক্ত হয়েছে আরও ২৬টি ইলেকটোরাল ভোট। তাতে করে প্রেসিডেন্ট পদে বিজয়ী হতে কাঙ্ক্ষিত ম্যাজিক ফিগার ২৭০ ইলেকটোরাল কলেজ ছাড়িয়ে বাইডেনের ঝুলিতে জমা হয়েছে ২৯০টি ইলেকটোরাল কলেজ।
Check Also
১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া
জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …