Breaking News

ভিয়েনায় সন্ত্রাসী হামলা, নিহত ৩

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বন্দুকধারীদের ধারাবাহিক হামলায় অন্তত তিন জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বহু। হামলাকারীদের একজনকে গুলি করে হত্যা করেছে পুলিশ। ঘটনার পর শহরজুড়ে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কার্ল নেহামের মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
ঘটনা সম্পর্কে ভিয়েনা পুলিশ জানিয়েছে, শহরে ইহুদিদের প্রধান উপাসনালয়ের সামনে সোমবার রাত ৮টা নাগাদ প্রথম হামলা হয়। আগ্নেয়াস্ত্র থেকে প্রায় ৫০ রাউন্ড গুলি ছোড়ে হামলাকারীরা। একই সঙ্গে শহরের অন্যান্য অঞ্চল থেকেও হামলার খবর আসে। শহরের অন্তত ছয়টি জায়গায় হামলা করে বন্দুকধারীরা। আহতরা গুরুতর জখম হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

অস্ট্রিয়ায় চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্জ এ ঘটনাকে “জঘন্য সন্ত্রাসী হামলা” বলে উল্লেখ করেছেন।
পুলিশের গুলিতে নিহত বন্দুকধারী মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএসএস এর সমর্থক বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, তারা অন্তত আরও এক হামলাকারীকে গ্রেফতারের জন্য প্রচেষ্টা চালাচ্ছে। শহরজুড়ে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে পুলিশ। তবে ঠিক কতজন হামলায় অংশ নিয়েছিল তা এখনও নিশ্চিত নয় পুলিশ।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *