ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের জনগণের উদ্দেশে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ‘ভারত কখনোই উরি হামলা ভুলে যাবে না।’ জম্মু ও কাশ্মীরের উরিতে সন্ত্রাসী হামলায় ১৮ সেনাসদস্য নিহতের ঘটনায় মোদি বলেছেন, ‘আমি পাকিস্তানের জনগণকে বলব, আমরা আপনাদের বিরুদ্ধে লড়তে চাই, আপনাদের সাহস থাকলে। আমাদের দেশে আমরা দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করব, আপনারা আপনাদের দেশে লড়বেন। দেখা যাক, কে আগে দারিদ্র্য দূর করে। চলুন, বেকারত্ব দূর করতে লড়াই করি।’ ভারতের কেরালা রাজ্যের কোঝিকোড়ে শহরে ক্ষমতাসীন বিজেপির বৈঠকে এসব কথা বলেন তিনি।
ভারতের সরকারপ্রধান আরো বলেন, ‘আমাদের ১৮ সেনার প্রাণহানি কখনোই ভুলে যাব না। আন্তর্জাতিক সম্প্রদায় যেন আপনাদের একঘরে করে ফেলে, সেটা আমরা নিশ্চিত করব।’ মোদি বলেন, ‘১১০ সন্ত্রাসী ভারতীয় সেনার হাতে নিহত হয়েছে… সন্ত্রাসীরা সম্প্রতি ১৭ বার হামলার চেষ্টা করেছে এবং তারা একবার সফল হয়েছে।’ দুই দেশ একই সঙ্গে স্বাধীনতা লাভ করেছে জানিয়ে নরেন্দ্র মোদি বলেন, ‘ভারত সফটওয়্যার রপ্তানি করে, আপনারা সন্ত্রাস রপ্তানি করেন।’