প্রিয় কুয়াশা

  • নাশিদ ববি 

শীতটা খুব উপভোগ করি 

ভালো লাগে এই সময়টা 

শীতের  সূর্যের জন্য একটু অপেক্ষা 

একটু উষ্ণতা একটু আশা । 

কুয়াশায় ঢেকে যায় প্রকৃতি 

শীতের সূর্যের জন্য একটু অপেক্ষা 

একটু মমতা একটু আপন করে নেওয়া । 

অলস সন্ধ্যের সাথে সাথে  

ব্রিক ফায়ারপ্রেসের সামনে বসে 

একটু উষ্ণতা আর একটু ভালোবাসা 

প্রিয় কুয়াশা । 

About S Chowdhury

Check Also

প্রতিবাদলিপি

২০২১.১০.২৩প্রতিবাদলিপি প্রতিবাদলিপিদেশ ও প্রবাসের সাংস্কৃতিক কর্মীদের বাংলাদেশে সংঘটিত ধারাবাহিক সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে তীব্র নিন্দা, প্রতিবাদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *