Breaking News

বাংলাদেশ ও জাপানের সহযোগিতায় তৈরি চামড়া শিল্পকর্ম “জিলানীয়ে এ ফেয়ার ব্রান্ড”

গোলাম মাসুম জিকো //  বাংলাদেশ ও জাপানের সহযোগিতায় তৈরি চামড়া শিল্পকর্ম “জিলানীয়ে এ ফেয়ার ব্রান্ড” সম্মিলিত ভাবে বাংলাদেশের (ওয়ালও গ্লিম) ও জাপানের (৪র্থ এভিনিউ) এই দুই কোম্পানির উদ্যোক্তারা মিলে কিকস্টারটার নামক আন্তরজাতিক ক্রাউডফানড প্লাটফরম এ অন্তর্ভুক্ত হয়েছেন। এদের একজন প্রধান উদ্যোক্তা জাপান প্রবাসী নউশিন আক্তার। এটি নতুন উদ্যোক্তাদের জন্য নতুন একটি মাধ্যম যেখানে তারা তাদের প্রোজেক্ট উপস্থাপন করে লক্ষ্য ঠিক করেন এবং “জিলানীয়ে” পুরপুরি $১0000 পেতে সক্ষম হয়েছেন । এই ব্যবসায়ের ধরন হচ্ছে কেবলমাত্র জাপান ও বাংলাদেশের কারিগর বা কর্মী এবং কম্পানিগুলোর মধ্যে মুনাফা ১/৫ সমানভাবে বণ্টন করা হবে। হেমায়েতপুর ঢাকা সাভার থেকে তারা মহিষের চামড়া সংগ্রহ করে থাকেন, সাইনবোর্ড ঢাকা এলাকায় তারা একটি ছোট ওয়ার্কশপ পরিচালনা করে থাকেন । পরিশেষে, এই উদ্যোক্তারা তাদের কারিগরের ছবি চাবির রিং এ এম্বুশ করে থাকেন, এতে করে জানা জায় ব্যাগটি কে বানিয়েছেন ?

 

 

 

 

 

 

 

About admin

Check Also

Gratis hardcoreporn filmer smoking – watch free porn online mature milf

Sex Asiatiske kjrlighet dating site asiatiske dating nettsteder toronto Her beskrives alt webcam sex live …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *