Breaking News

কিউশুতে ভারী বর্ষণ অব্যাহত থাকায় দুর্যোগের সম্ভাবনা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে

 জাপানের কিউশুতে বুধবার প্রচণ্ড বৃষ্টিপাত আবারও আঘাত হানছে। অব্যাহত বৃষ্টিপাত ভূমির উপরিভাগ আলগা করে দেয়ায় এলাকার লোকজনের প্রতি সম্ভাব্য ভূমিধ্বস নিয়ে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে কর্তৃপক্ষ।

আবহাওয়া এজেন্সি বলেছে জাপান উপদ্বীপের উপর মৌসুমী জলবায়ুর অগ্রভাগ এবং পুঞ্জিভূত শীতল হাওয়ার সমাবেশ ঘটায় জাপানের পশ্চিম থেকে উত্তরাঞ্চলের বিস্তৃত এলাকা জুড়ে আবহাওয়া পরিস্থিতি খুবই অস্থিতিশীল হয়ে উঠেছে।

ইতিমধ্যে বন্যা ও অন্যান্য দুর্যোগ মোকাবিলা করতে হওয়া উত্তর কিউশুতে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির মেঘ জাপান সাগরের উপকূল জুড়ে চুগোকু, হোকুরিকু এবং তোহোকু অঞ্চলের কিছু এলাকাতেও গড়ে উঠছে।

জাপানের পশ্চিম থেকে উত্তরাঞ্চলে জাপান সাগর বরাবর বিস্তৃত এলাকা ও সেই সাথে কান্ত অঞ্চলেও স্থানীয়ভাবে বজ্রপাত সহ ভারী বর্ষণের পূর্বাভাস আবহাওয়া কর্মকর্তারা দিয়েছেন।

কর্মকর্তারা সম্ভাব্য বন্যা ও নদীর পানির উচ্চতা বৃদ্ধি পাওয়া নিয়ে সতর্ক থাকার উপদেশ এলাকাবাসীদের দিচ্ছেন। এছাড়া বজ্রপাত, ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টি সম্পর্কেও সতর্ক থাকার আহ্বান তারা জানাচ্ছেন।

সূত্র: japantimes

ছবি সূত্র: japantimes

About admin

Check Also

জাপানি খাদ্য ও পানীয় কোম্পানিগুলোর মূল্যবৃদ্ধির পরিকল্পনা

জাপানি খাদ্য ও পানীয় কোম্পানিগুলো, জুলাই মাসে সাড়ে তিন হাজারের বেশি পণ্যের মূল্যবৃদ্ধি অথবা পরিমাণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *