Breaking News

বাংলাদেশের জনপ্রিয় গায়ক পলাশ সাজ্জাদের নতুন মৌলিক গান প্রকাশ

সাজ্জাদ পলাশ একজন জনপ্রিয় বাংলাদেশি গায়ক। তিনি বাংলাদেশের বিনোদন জগতে পলাশ নামে পরিচিত।প্রায় নব্বইয়ের দশক থেকে তিনি সংগীত ও চলচ্চিত্র জগতে অনেক গান উপহার দিয়ে আসছেন।নিহন বাংলা প্রোডাকশন এর ব্যনারে পলাশের গান “ছায়া” প্রকাশ পেয়েছে ইউটিউব , আইটিউনস , স্পটিফাই সহ বিভিন্ন অনলাইন প্লেটফরমে।গীতিকার গোলাম মাসুম জিকোর কথায় এবং সংগীত পরিচালনায় মনি জামানের সুরে পলাশের নতুন গানটি ইতি মধ্যে দর্শক সমাজে প্রশংসা পেয়েছে।ব্যবস্থাপনায় ছিলেন মো: শহীদ। মিউজিক ভিডিও নির্দেশনা দিয়েছেন মো: নাঈম ইমরান শিকদার।গানটি শুনতে নিচের লিংকে ক্লিক করুন।
https://www.youtube.com/watch?v=wQQGrsyDJ7Y

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *