বলিভিয়ার উপ-স্বরাষ্ট্রমন্ত্রীকে অপহরণের পর দেশটির ধর্মঘটী খনিশ্রমিকেরা তাকে হত্যা করেছে বলে অভিযোগ সরকারের। কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি বলছে, বৃহস্পতিবার দিনের প্রথমভাগে লা পাজের দক্ষিণে পানদুরোতে সড়ক বন্ধ করে দিয়ে উপ-স্বরাষ্ট্রমন্ত্রী রোদোলফো ইয়ানেস ও তার দেহরক্ষীকে অপহরণ করা হয়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কার্লোস রোমেরো বলেন, ‘সব ধরনের লক্ষণ’ দৃষ্টে এটাই প্রতীয়মান হচ্ছে যে, ইয়ানেস ‘কাপুরুষোচিত ও পাশবিক’ হামলায় খুন হয়েছেন।
ওই সময় পুলিশের সঙ্গে খনিশ্রমিকদের সংঘর্ষে পুলিশের গুলিতে দুই শ্রমিকও নিহত হন। স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় ইয়ানেস মারধরের কারণে মারা যান বলে প্রতিরক্ষামন্ত্রী রেইমি ফেরেইরার উদ্ধৃতি দিয়ে লা রাজন সংবাদপত্র জানিয়েছে।
ইয়ানেসের দেহ উদ্ধার করা সম্ভব হয়নি।এ ঘটনায় ইতিমধ্যে শতাধিক শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান প্রতিরক্ষামন্ত্রী ফেরেইরা। ফেরেইরা আরও বলেন, ইয়ানেসের মৃত্যুতে প্রেসিডেন্ট ইভো মোরালেস ‘গভীরভাবে আহত’ হয়েছেন।