হায়দ্রাবাদে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের পর সাকিব ও মুশফিক পৌঁছে গেলেন ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে। ব্যাটসম্যানদের বিশ্ব র্যাংকিংয়ে এই প্রথম ২০ নম্বরে উঠে এলেন সাকিব। দুই ধাপ উন্নতি করেছেন। আর ৫ ধাপ লাফিয়ে টাইগার অধিনায়ক মুশফিক এখন ৩৫তম স্থানে। ভারতের বিপক্ষে ৫দিন লড়ে ম্যাচের শেষ বিকেলে ২০৮ রানে হারতে হয়েছে বাংলাদেশকে। তবে এই টেস্টেই মুশফিক ১২৭ রানের দারুণ লড়াকু ইনিংস খেলেছেন প্রথম ইনিংসে। এরপর দ্বিতীয় ইনিংসে করেছিলেন ২৩ রান। তাতেই আরো উন্নতি হয়েছে এই ধারাবাহিক ব্যাটসম্যানের। সাকিব তার চেয়ে এগিয়ে থাকলেও এখনকার সময়ে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান বলা যায় পকেট ডায়নামাইট মুশফিককে।
সাকিব ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি মিস করেছেন। ৮২ রান করে আউট হয়েছিলেন। পরের ইনিংসে করেছিলেন ২২ রান। র্যাংকিংয়ে ধারাবাহিক উন্নতি ধরে রেখে তাতে প্রথমবারের মতো ২০ এ আবিস্কার করলেন বাঁহাতি ব্যাটসম্যান সাকিব। অনেকদিন পর হাফসেঞ্চুরির দেখা পাওয়া মাহমুদউল্লাহরও উন্নতি হয়েছে। তিনি ৫ ধাপ উন্নতি করে ক্যারিয়ার সেরা র্যাংকিং ৪৫ এ চলে এসেছেন। মুমিনুল হক ৩০ এবং তামিম ইকবাল ৩১ নম্বরে আছেন। ভারত অধিনায়ক বিরাট কোহলি বাংলাদেশের বিপক্ষে ২০৪ ও ৩৮ রানের ইনিংসে খেলে ক্যারিয়ার সেরা রেটিং ৮৯৫ এ এখন। ৯০০ পয়েন্টের থেকে মাত্র ৫ পয়েন্ট দূরে। ভারতের কেবল সুনীল গাভাস্কার (৯১৬) এই বাধা পেরুতে পেরেছিলেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ এক নম্বরে। কোহলি দুই নম্বরে।