ব্রিটেনের অক্সফোর্ড শহরের নগর কাউন্সিল কর্তৃপক্ষ জানিয়েছে, মিয়ানমার রোহিঙ্গাদের প্রতি যে আচরণ করছে, তাতে সু চি আর ‘ফ্রিডম অব দ্য সিটি’ খেতাবের যোগ্য নন। ফলে নগর কর্তৃপক্ষ মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে দেয়া ‘ফ্রিডম অব দ্য সিটি অব অক্সফোর্ড খেতাব’প্রত্যাহার করে নিয়েছে।
গত অক্টোবর মাসে সুচির খেতাব প্রত্যাহারের পক্ষে ভোট দেয় কাউন্সিল এবং গত মঙ্গলবার খেতাব’প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
নগর কর্তৃপক্ষ জানান, সহিংসতায় যারা অন্ধ তাদের সম্মানিত করায় আমাদের সুনাম কলঙ্কিত হয়েছে।
মিয়ানমারের রাখাইনে সহিংসতার কারণে কয়েক লাখ মানুষ বাধ্য হয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। দেশটিতে রোহিঙ্গা মুসলমানদের উপর যেভাবে নির্যাতন হয়েছে তাতে সু চির ভূমিকায় হতবাক পুরো বিশ্ব। রোহিঙ্গাদের ওপর অত্যাচার নির্যাতনের ঘটনায় বার বার সেনাবাহিনীর পক্ষেই সাফাই গেয়েছেন শান্তিতে নোবেলজয়ী এই নেত্রী।
৩ ডিসেম্বর, ২০১৭
ঢাকা।
সূত্র: সিএনএন বাংলাদেশ