ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ২৩ জন নিহত ও বহু আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। শনিবার সন্ধ্যায় রাজ্যটির ভিজিয়ানাগারামা জেলার কুনেরু স্টেশনের কাছে ট্রেনটির ইঞ্জিন ও সাতটি বগি লাইনচ্যুত হয়, ভারতের ইস্ট কোস্ট রেলওয়ের প্রধান জেপি মিশ্রর বরাতে জানিয়েছে বিবিসি। ট্রেনটি ছত্তিশগড় রাজ্যের জগদলপুর থেকে উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর যাচ্ছিল।
শেষ খবর পাওয়া পর্যন্ত অনেক লোক লাইনচ্যুত বগিগুলোর ভিতরে আটকা পড়ে থাকায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকারীরা। কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে তা পরিষ্কার হওয়া যায়নি। আহতদের নিকটবর্তী দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন মিশ্র।
ভারতে প্রায়ই প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা ঘটে থাকে। নভেম্বরে উত্তর প্রদেশে ট্রেন লাইনচ্যুতির অপর একটি ঘটনায় ১৪০ জন নিহত হয়েছিল।