নিজ দলের রক্ষণশীল অংশের বিদ্রোহে ক্ষমতাচ্যুত হয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। তার অপসারণের পর দেশটির নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন সাবেক ট্রেজারার স্কট মরিসন। অফিসিয়াল সূত্রের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি।
নিজ দলের রক্ষণশীল অংশের বিদ্রোহ আর ভোটের ব্যবধান কম হওয়ায় নেতৃত্বে টিকে থাকার চাপে ছিলেন টার্নবুল। লিবারেল পার্টির হুইপ নোলা মারিনোর বরাতে জানা গেছে পার্টির অভ্যন্তরীণ এক ভোটে পিটার ডাটনকে ৪৫-৪০ ব্যবধানে হারান মরিসন। এই ভোটে অংশ নেন নি টার্নবুল। পার্টির বেশিরভাগ সাংসদ নতুন নেতৃত্ব বেছে নিতে ভোট আয়োজনের দাবি জানালে তাতে সম্মত হন টার্নবুল।