নেপিয়ারে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে একটি বলও মাঠে গড়াল না। বৃহস্পতিবার খেলা হলো পণ্ড। এ নিয়ে এই মাঠে টানা দ্বিতীয় ম্যাচ একই কারণে বাতিল হলো। বৃষ্টিতে ক্ষতি হয়েছিল আউটফিল্ডের। সেটা খেলার উপেযাগী না থাকায় শেষ পর্যন্ত আম্পায়ারদের ম্যাচটা পরিত্যক্ত ঘোষণা করতে হয়েছে। স্থানীয় সময় দুপুর ২টায় খেলা শুরু হওয়ার কথা। সারাটা সকাল আকাশ কেঁদেছে। সেই কান্নায় মাঠের বেহাল অবস্থা। বৃষ্টি থামার ঘণ্টাখানেক পর কাভার সরানো হয়। আম্পায়াররা একের পর এক পরিদর্শন করে চলেন। কিন্তু গুমোট আবহাওয়া ও মেঘলা আকাশ মাঠ শুকানোর কোনো সুযোগই দেয়নি। খেলোয়াড়দের জন্য বিপজ্জনক এই মাঠে খেলা।
শেষ পর্যন্ত পৌনে সাতটার দিকে ম্যাচটা পরিত্যক্ত ঘোষণা করা হয়। দর্শকরাও খুব বেশি অপেক্ষা করেননি। কি হতে যাচ্ছে বেশির ভাগ সমর্থক বুঝে গেছেন আগেই। এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৩ ম্যাচের সিরিজটা অস্ট্রেলিয়ার জেতার কোনো সুযোগ থাকল না। অকল্যান্ডে প্রথম ম্যাচ হেরেছে। চ্যাপেল-হ্যাডলি ট্রফিতে ঘরে রেখে দিতে রবিবার হ্যামিল্টনের ম্যাচটা জিততে হবে। অস্ট্রেলিয়া জিতলে ট্রফি হবে ভাগাভাগি।