সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের ওপর প্রথমবারের মত যৌথ বিমান হামলা চালিয়েছে রাশিয়া ও তুরস্ক। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, বুধবার রুশ যুদ্ধবিমানগুলো তুরস্কের জঙ্গি বিমানের সঙ্গে যোগ দিয়ে আলেপ্পোর ৪০ কিলোমিটার উত্তরপূর্বে আল-বাব শহরে ইসলামিক স্টেট জঙ্গিদের উপর হামলা চালিয়েছে। গতমাসে এ এলাকায় আইএসের সঙ্গে স্থলযুদ্ধে তুরস্ক সেনাবাহিনী অনেক ক্ষয়ক্ষতির শিকার হয়। টেলিভিশনে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা লেফটেন্যান্ট-জেনারেল সের্গেই রুদস্কোই বলেছেন, এই প্রথম রাশিয়ার বিমান বাহিনী এবং তুরস্ক এভাবে একজোট হয়েছে এবং এ যৌথ তৎপরতা খুবই কাজে দিচ্ছে।
বুধবারের বিমান হামলায় নয়টি রুশ বিমান ও আটটি তুর্কি বিমান অংশ নিয়েছে এবং ৩৬ টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে জানান রুদস্কোই। এ ব্যাপারে তিনি বিস্তারিত আর কিছু বলেননি। তবে সিরিয়া সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী এ অভিযান চালানো হয়েছে বলে জানান তিনি।