সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে আজ শনিবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে জয় পেলেই ইতিহাস গড়বে টাইগাররা। উদযাপন করবে লঙ্কানদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়। লাল-সবুজের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ভাবনায়ও জয় ছাড়া কিছু নেই। শুক্রবার বিকেলে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জানিয়েছেন, লঙ্কানদের নিয়ে সতর্ক থাকলেও জয় পেতে আক্রমণাত্মক ক্রিকেটই খেলবে বাংলাদেশ।
গত কয়েক বছর ধরেই ওয়ানডে ক্রিকেটে দারুণ ধারাবাহিক বাংলাদেশ। বিশেষ করে মাশরাফির নেতৃত্বে গেল দুবছর নিজেদের সেরা সময়টাই কাটিয়েছে টাইগাররা। মাঠে নিজের আগ্রাসী মনোভাবটা দলের সবার মাঝে ছড়িয়ে দিয়েছেন ৩৩ বছর বয়সী মাশরাফি। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে নিজেদের সেই আক্রমণাত্মক রূপটাকেই চাইছেন মাশরাফি, ‘খুব বেশি সতর্ক হয়ে খেলা কঠিন, কারণ এভাবে আপনি আপনার সেরা খেলাটা খেলতে পারবেন না। আপনাকে হয় রক্ষণাত্মক হতে হবে, নয়তো আক্রমণাত্মক।
আর আপনি যদি ক্রিকেটে কোন ম্যাচ জিততে চান, তবে রক্ষণাত্মকভাবে খেলে তা কখনোই পারবেন না।’
২২ গজের কঠোর মাশরাফি বদলে যান মাঠের বাইরে। অধিনায়ক হিসেবে ম্যাশের জনপ্রিয়তার অন্যতম কারণ, মাঠের বাইরে তিনি নির্ভার। টেস্ট-ওয়ানডে মিলিয়ে লঙ্কানদের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতেছে বাংলাদেশ। শনিবারের ম্যাচটিতে জিতলেই নিশ্চিত হবে ওয়ানডে সিরিজ। তাই সতীর্থদের নিজের মতোই নির্ভার থাকতে আহ্বান করেছেন ‘নড়াইল এক্সপ্রেস’। তবে তার কথায় ঘুরেফিরে এসেছে আগ্রাসী মেজাজে খেলার বিষয়টি, ‘নির্ভার থাকাটা খুব গুরুত্বপূর্ণ। তাতে পরিকল্পনামাফিক খেলা যায়। কিন্তু আমি সবসময়ই চাই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে।’