আজ মঙ্গলবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। টেস্ট ও ওয়ানডে দুই সিরিজেই লঙ্কানদের সঙ্গে ড্র করেছে টাইগাররা। লঙ্কানদের মাটিতে এমন অর্জনে বাংলাদেশ শিবিরে আত্মবিশ্বাসটা তুঙ্গে। এবার ক্রিকেটের সবচেয়ে আধুনিক সংস্করণ টি-টুয়েন্টিতে সাফল্যের ধারাটা বজায় রাখার পালা। তবে টি-টুয়েন্টিতে শ্রীলঙ্কা ভিন্ন এক দল। তাদের সাম্প্রতিক পারফরম্যান্স বলছে তাই। শ্রীলঙ্কাকে ফেবারিট মানলেও প্রথম ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, ‘আমরা অবশ্যই চাই ম্যাচের ফলটা আমাদের দিকে আসুক। প্রথম ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে জিতলে বাড়তি সুবিধা পাওয়া যায়।’
সর্বশেষ দুই সিরিজে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মতো বাঘা প্রতিপক্ষকে তারা হারিয়েছে। তাও আবার দেশের বাইরে। দুই সিরিজেই জিতেছে ২-১ ব্যবধানে। তবে তাতে ঘাবড়ে যাচ্ছেন না ‘নড়াইল এক্সপ্রেস’। জানিয়েছেন, ‘ফেবারিট থাকতেই পারে, তবে তার অর্থ এই নয় যে আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে পারবো না বা জিততে পারবো না। টেস্টে ওরা অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়েছে। আর আমরা সেখানে ১-০তে পিছিয়ে থেকেও পরের টেস্টে জিতেছি।’
সর্বশেষ টি-টুয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। সেই ক্ষত নিয়েই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মঙ্গলবার খেলতে নামবে চণ্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। তবে মাশরাফিদের অনুপ্রেরণা দিতে পারে দুদলের সর্বশেষ সাক্ষাতের জয়টা। গেল বছর এশিয়া কাপে শ্রীলঙ্কাকে প্রথমবারের মতো টি-টুয়েন্টিতে হারিয়েছিল বাংলাদেশ।
মিরপুরে ২৩ রানে জিতে প্রমাণ দিয়েছিল নিজেদের সামর্থ্যের। মাশরাফিও জানালেন নিজেদের সেরাটা উজাড় করে জয় ছিনিয়ে আনার প্রত্যয়, ‘যদিও গত কিছুদিন এই ফরম্যাটে আমাদের পারফরম্যান্স খুব একটা ভালো না, তবে আমার বিশ্বাস, নিজেদের সামর্থ্য অনুসারে খেলতে পারলে ভালো কিছু হবে।’